চলমান রিপোর্ট ::
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক দিনের ব্যবধানে মারা গেছেন মিরসরাই পৌরসভার চারবারের কাউন্সিলর রিজিয়া বেগম (৪৬) ও তার বড় বোন নুরের নাহার (৫৫)।
রবিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ’র ১ নম্বর বেড়ে মারা যান রিজিয়া বেগম (৪৬)।
এর আগে শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ১৫ নম্বর বেড়ে মারা যান রিজিয়া বেগমের বড় বোন নুরের নাহার (৫৫)।
একদিনের ব্যবধানে একই হাসপতালে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিজিয়া বেগমের বড় ছেলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বলেন, করোনা আক্রান্ত হলে তার মাকে প্রথমে নগরীর রয়েল হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়। রবিবার বাজ আসর মিরসরাই ঈদগাহ ময়দানে তার মায়ের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
নুরের নাহারের ছেলে সাইফুর রহমান বলেন, তার মা এবং খালা একই হাসপাতালের আইসিইউতে দুটি কক্ষে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ১১ টায় মিরসরাইয়ের মলিয়াইশ এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন হয়েছে।