মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা রিষদের সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূইয়াঁ, করেরহাট উদয়ন ক্লাবের সভাপতি আব্দুর রহিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শফিকুর রহমান জাহাঙ্গীর, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন চৌধুরী, অভিবাবক সদস্য মহিউদ্দিন কিরণ, আবু ইউসুফ, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূইয়াঁ বলেন, দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫৬ ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ১৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্কাউট টিম পুরস্কার ও উপজেলায় চ্যাম্পিয়ন ফুটবলারদের পুরস্কৃত করা হয়।
আরো খবর