করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে জাতীয় শোক দিবসে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) বিকেলে করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, যুবলীগ- ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো খবর