
শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবীতে মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিল করেরহাট বাজার প্রদক্ষিন করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামাল উদ্দিন, সিরাজুল হক, আক্রাম হোসেন সোহেল, আলম কমান্ডার, জাহাঙ্গীর আলম, আবদুল খালেক, শাহজাহান, মাষ্টার মতিন, মামুন, শাহাদাত, রাসেল, আলী নেওয়াজ, আনোয়ার হোসেন প্রমুখ।
মিছিলে শতশত বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।