নিজস্ব প্রতিনিধি
সমাজের অসহায়, হতদরিদ্র, খেটে-খাওয়া, লকডাউনে কর্মহীন ও প্রতিবন্ধি ২ হাজার ৩শত পরিবারকে ঈদ উপহার দিয়েছেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন। মঙ্গলবার (৪ মে) সকাল থেকে বীর মুক্তিযোদ্ধা হাজ¦ী মোঃ তোবারক হোসেন কল্যান ট্রাষ্ট্রের সৌজন্যে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।ঈদ উপহারের মধ্যে রয়েছে শাড়ি একটি, লুঙ্গি একটি, কুলসান সেমাই এক কেজি, লাচ্ছা সেমাই ৫শ গ্রাম, চিনি এক কেজি, নারিকেল একটি ও দুধ ২৫০ গ্রাম।
ঈদ উপহার গ্রহণ করা বৃদ্ধ মোঃ নুরুল মোস্তফা বলেন, আমি ঈদ লুঙ্গি ও সেমাই চিনি পেয়ে অনেক খুশী হয়েছি। সব সময় কামরুল আমাদের সাহায্য সহযোগীতা করে। তাঁর জন্য মন থেকে দোয়া করবো।
মোঃ কামরুল হোসেন বলেন, লকডাউনের কারণে হতদরিদ্র, দিনমজুর, কর্মহীন, গরিব, দুঃখী মানুষ অনেক কষ্টে রয়েছে। আমার প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের পক্ষ থেকে আমার ক্ষুদ্র সামর্থ অনুযায়ী করেরহাট ইউনিয়নের ২৩০০ পরিবারকে ঈদ উপহার দিয়েছে। এর আগে রমজান উপলক্ষে প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি।