
করেরহাট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটিকে বরণ উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় করেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয়। মিছিল পরবর্তি সময়ে করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নঈম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অহিদুর নবী শোভনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলা উদ্দিন আলো, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইকবাল সুমন, করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. হাসান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইফ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মাসুদ, মো. শাহেদ, করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সাইদুজ্জামান জুয়েল, ইমাম হোসেন, সদস্য আব্দুল মান্নান জানু, যুবলীগ নেতা আলমগীর, মেজবাহ উদ্দিন, জুম্মান, ফারুক, হারুন, শরফুদ্দীন, সাকি, সাফান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসুদ্দীন, সৈয়দ আশরাফ, মিরাজ, হারুন, নবী, ছাত্রলীগ নেতা মাহিম, ইয়ামিন, রিয়াজ, শাহিন, রিফাত, রাব্বি, সাকিল, তপু, সায়মন, শুভ ফরহাদ, রাফি, মুন্না, মামুন, তানভীর।