করেরহাটে বালু উত্তোলনকালে ৪টি ড্রেজার মেশিন জব্দ

নিজস্ব প্রতিবেদক:

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের মোল্লাঘাট এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা বলেন, করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।

আরো খবর