করেরহাটে দূর্ধর্ষ চুরি, ৩৫ লাখ টাকার মালামাল লুট

top Banner

নিজস্ব প্রতিবেদক:

মিরসরাইয়ে দুটি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাটাগাং গ্রামের ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিনের বাড়ি প্রকাশ আলাউদ্দিন আলোর বাড়ি ও পার্শ্ববর্তী রবিউল হোসেন মাস্টার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।

এসময় চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ইউএস ডলার, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ দুই পরিবারের প্রায় ৩৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। শনিবার সকালে (১৩ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, চুরির খবর পেয়ে শনিবার সকালে দ্রুত বাড়ি দুটিতে ছুটে যাই। বাড়ির লোকজনের সাথে কথা বলে জানতে পারি, শুক্রবার রাত ৮টার দিকে তারা পাশের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে ঘরের ছাদের সিঁিড দিয়ে ঘরে প্রবেশ করে চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকার সহ সব নিয়ে গেছে। তিনি জোরারগঞ্জ থানা পুলিশকে চুরি-ডাকাতি রোধে এলাকায় টহল আরো জোরদারের দাবী জানান।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার উিউটি অফিসার এএসআই জহির হোসেন বলেন, খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে চুরির ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর