সালাউদ্দিন মাহাদী
করেরহাটে ইউপি মেম্বার প্রার্থী আরিফ হোসাইনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে জুলাই বিকাল ৪ টায় ১ নং ওয়ার্ডের ভিন্ন দুটি মাঠে দুটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। জুনিয়র একাদশ বনাম সিনিয়র একাদশের খেলায় জুনিয়ররা ৪-৩ গোলে জয়লাভ করে।
উক্ত ম্যাচ পরিচালনা করেন হোসাইন মাহমুদ বাপ্পি। জুনিয়রদের হয়ে জোড়া গোল করেন লিমন। একটি করে গোল করেন ইফতু, রিপাত। সিনিয়রদের হয়ে জোড়া গোল করেন পলাশ এবং একটি গোল করেন অনি।
দিনের অন্য ম্যাচ অবিবাহিত বনাম বিবাহিত একাদশের খেলায় অবিবাহিত একাদশ ১-০ গোলে জয়লাভ করে। অবিবাহিত একাদশের হয়ে একমাত্র গোল করেন শুভ বিশ্বাস। উক্ত ম্যাচ পরিচালনা করেন তরনী মল্লিক।
ম্যাচ শুরুরর পূর্বে বক্তব্য রাখতে গিয়ে করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আরিফ হোসাইন বলেন, এলাকার যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকালাপ থেকে দূরে রাখার জন্য খেলাধুলার প্রতি আকৃষ্ট করে তুলতে হবে। কেননা একজন ক্রীড়ামোদী কখনো মাদকাসক্ত হতে পারেনা
এই সময় তিনি দুই টিমের খেলোয়াড়দেরকে একটি ফুটবল এবং ক্রীড়া সামগ্রীর জন্য আর্থিকভাবে সহযোগীতা করেন।