করেরহাটে অগ্নি দূর্গতদের আওয়ামীলীগ নেতা কামরুলের আর্থিক সহায়তা

চলমান রিপোর্ট

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের বরইয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা কামরুল হোসেন। তিনি সোমবার বিকালে ক্ষতিগ্রস্থ ওই বাড়ি পরিদর্শন করে দুই পরিবারের মাঝে নগদ ৪০ হাজার টাকা বিতরণ করেন। এসময় যুবলীগ নেতা আলা উদ্দিন আলো, সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বরইয়া গ্রামে সুলতান আহম্মদের বাড়িতে অগ্নিকান্ডে মিজানুর রহমান ও মোর্শেদের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন জানান, সোমবার সকালে অগ্নিকান্ডে মিজানুর রহমান ও মোর্শেদের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তারা পরণের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেনি। তাই মানবিক কারণে তিনি ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

আরো খবর