মানবিক কাজে অংশগ্রহণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চট্টগ্রামের মিরসরাই’র প্রবাসীরা গঠন করেছে ‘ওমান মিরসরাই সমিতি’।
শুক্রবার ( ১২ মে) দেশটির রাজধানী মাস্কাট শহরের কুরম পার্কে প্রায় শতাধিক মিরসরাই প্রবাসীকে নিয়ে সভা ও মিলনমেলার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে।
এসময় নুরুল করিমের সঞ্চালনায় ওমান মাস্কাটের বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও ওমান মিরসরাই সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পুরো আয়োজনের পরিচালনা করেন কামরুল ইসলাম ও তাইজুল ইসলাম। পরে সকল সদস্যের উপস্থিতিতে একটি আহবায়ক কমিটি ঘোষণা গঠন করা হয়। সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া পর্যন্ত সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন- তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, নুরুল করিম, ইমাম হোসেন ও মোহাম্মদ সাকিব। আহবায়ক কমিটি জানায়, খুব শিগগিরই ওমান মিরসরাই সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।