ওডিপির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

top Banner

চলমান রিপোর্ট: প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য সংস্থা (ওডিপি) এর উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মমূখিকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই) হাজী নুরুল ইসলাম ডিলার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় আমপুচি ফুটবল দলের খেলোয়াড় সাহাব উদ্দিনের সঞ্চালনায় ও আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমীরণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট সাইফুর রহমান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের দেহতত্ব বিভাগীয় প্রধান ডা. বাহার উদ্দিন, বাংলাদেশ-শ্রীলঙ্কা সরবরাহ গ্রুপের প্রধান সরবরাহকারী ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স ফ্যান খায়রুল ইসলাম মারুফ ও ব্যবসায়ী হাসান ইমাম।

আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন হাজী নুর ইসলাম ডিলার ষ্টোরের স্বত্বাধিকারী তাজউদ্দিন মিলন।

এসময় অনুষ্ঠানে ৪০ জন প্রতিবন্ধীর মাঝে ওডিপির পক্ষে ত্রাণ সামগ্রি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। ত্রাণ সামগ্রি ছাড়াও সাইফুল ইসলাম নামের একজন দৃষ্টিপ্রতিবন্ধীর পথচলা সহজ করতে এ সংগেনের পক্ষ থেকে তাকে একটি স্মার্টছড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন বলেন, আমি চাই প্রতিবন্ধীরা সমাজের বোঝা না হয়ে উদ্যোক্তা হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মমূখি করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। কোন প্রতিবন্ধী উদ্যোক্তা হতে চাইলে আমরা তাদের পাশে দাঁড়াবো।

আরো খবর