ওচমানপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) দিনব্যাপী প্রতিটি ওয়ার্ডে গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সকল ওয়ার্ডে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী নুরুল আমিন। ইউনিয়ন বিএনপির আহবায়ক এম.এইচ লাভলু চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক এফ কবির, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য মেজবাউল হক মানিক, শাহীনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা মোস্তফা চৌধুরী, মোসলেহ উদ্দিন চৌধুরী হাসান, ফরিদুল ইসলাম সহ নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি-সম্পাদকরা হলো ১ নং ওয়ার্ডে সভাপতি দীন মোহাম্মদ বনাই, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ডে সভাপতি হাজী মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন হাসান, ৩নং ওয়ার্ডে সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ তুহিন, ৪নং ওয়ার্ডে সভাপতি মজিবুল হক খোকা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিলন, ৫নং ওয়ার্ডে সভাপতি জামশেদ আলম, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ৬নং ওয়ার্ডে সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফোরকান উদ্দিন, ৭নং ওয়ার্ডে সভাপতি মো. সাবউদ্দিন, সাধারণ সম্পাদক মো. সামছুদ্দিন, ৮নং ওয়ার্ডে সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন ৯নং ওয়ার্ডে সভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।