নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচ খৈয়াছড়া উচ্চবিদ্যালয় শাখার আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বড়তাকিয়া ইভা কমিউনিটি সেন্টারে এই ইফতার অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের আয়োজন করেন খৈয়াছড়া উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্র পরিষদ। ইফতার মাহফিলে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন। মাহফিলে ইফতার পূর্ব দোয়া মুনাজাতের মাধ্যমে প্রয়াত ছাত্র শিক্ষকদের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড় বৈশ্বিক মহামারি কোরানা থেকে এখনো যারা নিরাপদ আছে তাদের জন্য শুকরিয়া আদায় ও যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়।
ইফতর মাহফিলে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরল আলম ও নির্বাহী সদস্য আশরাফ উদ্দিন।