এসএসসি ৯৮ ব্যাচ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

চলমান রিপোর্ট

এসএসসি ৯৮ ব্যাচ মিরসরাই উপজেলার দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) খৈয়াছরা ঝর্না ও মহামায়ায় তাদের প্রানবন্ত উপস্থিতি মিলনমেলায় রূপ নিয়েছে। দীর্ঘদিন পর দেখা বন্ধুদের।

এক সাথে আড্ডা, গল্প, সেল্পী, গ্রুপ ছবি, একে অন্যের খোঁজ নেওয়া, গান শোনা। এভাবে একটি দিন কাটিয়েছে তাঁরা। এদিন সকাল ১০ টা থেকে খৈয়াছরা ঝর্না সড়কের মুখে একে একে ঝড়ো হয় সব বন্ধু।

প্রখর তাপদাহ, খানাখন্দে ভরা সড়ক ও পাহাড়ি পিচ্ছিল উচুঁ নিচু পথ পাড়ি দিয়ে অবশেষে পৌছে যায় কাঙ্খিত ঝর্নায়। ঝর্নার পানিতে শরীর ভেজানোর পর মুহুর্তে দুর হয়ে যায় সকল ক্লান্তি ও পথের কষ্ট। এরপর বিকেলে দেশের ২য় বৃহত্তম কৃত্রিম হৃদ মহামায়ায় দুপুরের আহারের পর আনন্দ ভ্রমণের সমাপ্তি হয়েছে।

আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন এসএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থী আলতাফ হোসেন, মোঃ ওমর শরীফ, ইকবাল আহমেদ, নিমাই দাশ, জাহিদুল ইসলাম, সাইফুল করিম, মেজবাহ উদ্দীন, পারভেজ করিম, মোহাম্মদ হোসেন, জহিরুল ইসলাম, আইনুল কবির রিপন, রিয়াজ উদ্দিন সোহাগ, একরামুল হক, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন পলাশ, শাহাদাত হোসেন।

আরো খবর