সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান ২০২২ পরীক্ষার ফলাফল। এবছর মিরসরাই উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হওয়া সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অকৃতকার্য ছাত্র ছাত্রীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধূরী।
তিনি এক বার্তায় মিরসরাই উপজেলাসহ দেশের সকল এসএসসি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-
এস.এস.সি. পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরোপকারী, সৎ, ধার্মিক এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠে নিজ পরিবার, সমাজ এবং দেশকে আলোকিত করতে পারে সেজন্য মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করি। তাদের পিতা-মাতা ও অভিভাবকদের প্রতি রইল সালাম ও শ্রদ্ধা।
যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে ভবিষ্যতে ভাল করতে চেষ্টা করার পরামর্শসহ তাদের প্রতি রইল সমবেদনা ও শুভ কামনা।