![top Banner](https://chalamanmirsarai.com/wp-content/uploads/2024/02/tukri-mart-ad.jpeg)
মিরসরাইয়ে উত্তরজেলা ছাত্রলীগের উপ-সমাজ সেবা সম্পাদক মোঃ কাউসার হোসেন সোহেলের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মিঠাছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ সম্পাদক সরোয়ার জামান সিফাতসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
শিক্ষা সমাগ্রী বিতরণকালে মোঃ কাউসার হোসেন বলেন, ভালো শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ তথা সমাজের উন্নয়নের পথযাত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সুন্দর, আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই।
এদিকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার মাধ্যমে শিক্ষার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি ও তাদের অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য এই আয়োজনকেও ধন্যবাদ জানান নেতাকর্মীরা।