উপজেলার বামনসুন্দর দারোগারহাট এলাকার এক এতিম অসহায় মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে কাটাছড়া সমাজকল্যাণ এসোসিয়েশন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মেয়ের দাদীর হাতে এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদাউস আলম অনুদানের টাকা তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুল আবছার ভূঁইয়া রাজু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিদুল হক ইমু, সাধারণ সদস্য তারিকুল ইসলাম তারিফ, মেয়ের চাচা মোঃ জসিম উদ্দিন সহ প্রমুখ।
এসময় এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদাউস আলম জানান, কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর ১ম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। আগামী ২৪শে ডিসেম্বর সনদ বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।