চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক তথা চট্টগ্রাম সমিতির নির্বাচনে একই পদে লড়ছেন মিরসরাই উপজেলার দুই প্রার্থী। পৃথক প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন এ দুই প্রার্থী।
আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মাকসুদ-মাসুদ প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইকবাল হোসেন ভূঁইয়া ও তাহের আরিফ প্যানেল থেকে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কলিম উল্লাহ। ইকবাল হোসেন ভূঁইয়ার বাড়ি মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নে। অপরদিকে কলিম উল্লাহর বাড়ি ১৩ নং মায়ানী ইউনিয়নে।
এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ। বিশেষ করে মিরসরাই উপজেলা থেকে মুখোমুখি দাঁড়ানো দুই প্রার্থীকে নিয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রবাসী মিরসরাইবাসীরা কে কাকে সমর্থন দিচ্ছেন তা নিয়েও চলছে নানা আলোচনা, জল্পনা-কল্পনা।
ভোটাররা বলছেন, ১৯ তারিখ স্বতস্ফূর্ত ভোটে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। একই এলাকার দুজনের কাকে ভোট দিবেন এমন প্রসঙ্গে তারা বলেন, আমরা প্রার্থীদের সবকিছু বিবেচনা করছি। প্রার্থীদের সততা, আন্তরিকতা আমরা পর্যবেক্ষণ করছি। শীগ্রই সিদ্ধান্তে পৌছাতে পারব বলে আমরা আশাবাদি।
চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনে সংগঠনের ১৯ পদে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এবারের নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৯৪ জন। সাধারণ ভোটার ২ হাজার ৬৬৩ জন এবং লাইফ মেম্বার ২৩৩ জন।
নির্বাচনে মাকসুদ-মাসুদ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুক্তাদির বিল্লাহ, সহ-সভাপতি আলী আকবর বাপ্পী, সহ-সভাপতি মো. আইয়ুব আনসারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ এইচ সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ তমাল কান্তি চৌধুরী, দপ্তর সম্পাদক শিমুল বড়ুয়া, সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ জে আবেদীন আতিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত দত্ত, সমাজকল্যাণ সম্পাদক আক্তার উল আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এ ওয়াদুদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জে আজম জাহেদ, কার্যনির্বাহী সদস্য নুরুস সাফা, মোহাম্মদ এস আলী ও মোহাম্মদ শাহ আলম।
তাহের-আরিফ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি মোহাম্মদ আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি মো. আলী নূর, সহ-সভাপতি হাজী মোহাম্মদ টি. আলম ও ফরিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাধারণ মো. কলিম উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মহসীন, কোষাধ্যক্ষ শফিকুল আলম, সহকারী কোষাধ্যক্ষ মো. নূরুল আমিন, দপ্তর সম্পাদক অজয় পি. তালুকদার, সহকারী দপ্তর সম্পাদক ইমরুল কায়সার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. এনামুল চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ এ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাভেদ শফি, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ঈশা এবং কার্যনির্বাহী সদস্য মো. নাসির চৌধুরী, পল্লব রায় ও মোহাম্মদ. এম উদ্দীন।