উৎসবমুখর পরিবেশে চলছে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

top Banner

বিনোদন ডেস্ক

শুক্রবার (২ মার্চ) বিএফডিসির পরিচালক সমিতি কার্যালয়ে সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। পরিচালক ভোটারদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে বিএফডিসি’র প্রাঙ্গন। চারপাশে টানানো রয়েছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন আব্দুল লতিফ বাচ্চু। নির্বাচন কমিশনের দুই সদস্য হচ্ছেন বি এইচ নিশান এবং আ স ম শফিকুর রহমান এবং নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন দেওয়ান নজরুল।

এছাড়াও বর্তমান কমিটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এবং মহাসচিব বদিউল আলম খোকন এ বছর নির্বাচনে অংশ নিচ্ছেন না।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে তিনটি প্যানেলে মোট প্রার্থী ৪৮ জন অংশ নিয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা মোট ৩৬১ জন।

যারা নির্বাচন করছেন_

সভাপতি পদে প্রার্থী হয়েছেন কাজী হায়াৎ, শাহ আলম কিরণ ও সোহানুর রহমান সোহান।

মহাসচিব পদে দাঁড়িয়েছেন এস এ হক অলিক, শাহীন সুমন ও সাফিউদ্দিন সাফি।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের বুলবুল ও ছটকু আহমেদ।

উপ-মহাসচিব পদে লড়ছেন এম. এ, আউয়াল, কবিরুল ইসলাম রানা, ফিরোজ আলম ও মনিরুল ইসলাম সোহেল।

অর্থ-সচিব পদপ্রার্থী মো. সালাহউদ্দিন ও মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)।

সাংগঠনিক সচিব পদে জি. সরকার, রকিবুল ইসলাম রকিব ও সাইফুর রহমান (সাইফ চন্দন)।

আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব প্রার্থী নোমান রবিন ও মুরাদ পারভেজ।

সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে রফিক সিকদার ও শাহীন কবির টুটুল।

প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব পদে দাঁড়িয়েছেন কাজী আলমগীর ও মো. আনোয়ার সিরাজী।

এছাড়াও নির্বাহী ১০টি সদস্য পদের জন্য লড়ছেন ২৫ জন প্রার্থী। এরা হচ্ছেন_ অনুতোষ বড়ুয়া চঞ্চল, আবদুস সামাদ খোকন, আহাম্মেদ আলী মণ্ডল, আব্দুর রহিম বাবু, এম. এ আউয়াল, ওয়াজেদ আলী বাবলু, কমল সরকার, জাকির হোসেন রাজু, ডা. বুলবুল বিশ্বাস, দেওয়ান নাজমুল, দীপঙ্কর সেন গুপ্ত দীপন, নূর মোহাম্মদ মনি, পল্লী মালেক, বিপ্লব শরীফ, মোস্তাফিজুর রহমান বাবু, মোছা. মাসুমা রহমান তানি, রায়হান মুজিব, শিল্পী চক্রবর্তী, শাহাদাৎ হোসেন লিটন, শাহ মো. সংগ্রাম, শামীমুল ইসলাম শামীম, সাঈদুর রহমান সাঈদ, সেলিম আজম, সারোয়ার হোসেন এবং হাসিবুল ইসলাম হাসিব।

এর আগে ২০১৯ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন।

আরো খবর