‘উপজেলা’ স্থলে ‘ইউনিয়ন’ লেখায় আওয়ামী লীগ নেতার পদত্যাগ

মোহাম্মদ ইউসুফ :

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ঘোষিত তালিকায় ‘উপজেলা’ স্থলে ‘ইউনিয়ন’ লেখায় মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন আনোয়ার হোসেন ইমন। দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বরাবর লিখিত আবেদন করেন।

আনোয়ার হোসেন ইমন উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদন করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে প্রকাশিত দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকায় আনোয়ার হোসেন ইমনের পদবী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের স্থলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লেখা হয়। সেজন্য তিনি দলীয় পদ থেকে অব্যাহতির আবেদন করেন। এদিকে ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।

দলীয় পদ থেকে অব্যাহতির আবেদন পত্রে আনোয়ার হোসেন ইমন উল্লেখ করেন, ‘ছোটবেলা থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি করে উপজেলা আওয়ামী লীগের ১ নাম্বার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক স্বেচ্ছাচারিতা আমাকে বারবার আঘাত করেছে মানসিক, শারিরীক, সামাজিকক ও পারিবারিক। ক্ষতির সম্মুক্ষিণ করেছে বিপুল পরিমাণ অর্থের। যাহা আমার আগামীর জন্য মোটেও শুভ কামনা হবেনা। মুজিবীয় আদর্শের প্রাণের সংগঠনের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ১নম্বর সাংগঠনিক সম্পাদক অথচ আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় আওয়ামী লীগে পাঠানো তালিকায় আমার পদবী উল্লেখ করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। যাহা আমাকে ব্যথিত করেছে প্রচন্ডভাবে। এমতাবস্থায়, মুজিবীয় আদর্শ লালন করে বাকী সময়টুকু সাধারণ সমর্থক হিসাবে থাকতে চাই।’

আনোয়ার হোসেন ইমন বলেন, ‘দলীয় মনোনয়ন দেওয়ার জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ ‘বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায়’ যে তালিকা পাঠিয়েছে সেখানে আমার পদবী ভুল করা হয়েছে। যা অত্যন্ত লজ্জাসকর। আমি অব্যাহতি পত্র উপজেলা আওয়ামী লীগ বরাবর জমা দিয়েছি।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘১৬টি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার রেজুলেশান কপি ও মনোনয়ন প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত উপজেলা আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগ বরাবর পাঠানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগ থেকে পদবীতে ভুল হওয়ার কথা নয়। আনোয়ার হোসেন ইমনের অব্যাহতি পত্র গ্রহণ করা হয়েছে। সাংগঠনিক নিয়মে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘উপজেলা’ স্থলে ‘ইউনিয়ন’ শব্দটি কি জেলা তালিকা থেকে হয়েছে না কেন্দ্রীয় আওয়ামী লীগের তালিকা থেকে লিপিবদ্ধ হয়েছে সেটি দেখে বলা যাবে। হয়তো তারাতাড়ি তালিকা পাঠাতে গিয়ে ভুল হয়েছে। তবে জেলা আওয়ামী লীগের তালিকা ছাড়াও দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রত্যেক প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। যেখানে প্রার্থীরা নিজেদের জীবন বৃত্তান্ত ও পদবী লিখেছিলেন। তালিকায় পদবী ভুল হওয়ার কারণে যে মনোনয়ন বঞ্চিত হয়েছে বিষয়টি কিন্তু তেমন না।’

আরো খবর