উত্তর জেলা ছাত্রলীগের সদস্য হলেন মেহেদী

top Banner

সম্প্রতি প্রকাশ হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। গত ৩১ জুলাই রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ৩১৭ জনের কমিটি প্রকাশ করে। এতে সদস্য মনোনীত হয়েছেন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের মেহেদী হাসান ভূঁইয়া।
পদ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহেদী হাসান ভূঁইয়া বলেন, আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বীর চট্টলার অভিভাবক ইঞ্জিনিয়ার. মোশাররফ হোসেন এবং তরুন প্রজন্মের আইকন মাহবুব রহমান রুহেল ভাইয়ের প্রতি।এ ছাড়া আমি আরো কৃতঞ্জতা প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি,তাঁরাই আমাকে উত্তর জেলা ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন।
পদ পাওয়ার পর ভবিষ্যৎ চিন্তা নিয়ে মেহেদী বলেন, ছাত্রলীগের এই পদ আমার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অতীতের মতোই সর্বোচ্চ সার্মথ্য দিয়ে সংগঠনের জন্য এবং মিরসরাইয়ের আগামির নৌকার কান্ডারি মাহবুব রহমান রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমি কাজ করে যাবো।

মেহেদী হাসান ভূঁইয়া মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের আবুল কালামের ছেলে। এর আগে মেহেদী হাসান ভূঁইয়া সিটিসি ছাত্রলীগের সহ-সভাপতির দায়ত্বি পালন করনে।

আরো খবর