ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ

মিরসরাইয়ে ১০৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পু্লিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) তিশা প্লাস গাড়ি থেকে নেমে হাঁটার সময় ইয়াবাসহ মমিন (৫৫) কে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা কোতোয়ালি থানার সাংরাইস এলাকার মুনসুর আলীর পুত্র।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালানোর সময় মুমিনের শরীরে কৌশলে লুকিয়ে রাখা এক হাজার পঞ্চাশ পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরো খবর