ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

চলমান রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতা ২০২০-২১ চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে ২৭ মার্চ উদ্বোধন করা হয়।

সকাল-৯ টায় সিজেকেএস সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেটের আহবায়ক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান, চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ নুরুল আবেদীন নোবেল, অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

আরো খবর