::চলমান রিপোর্ট::
‘রাসুল পাক (সাঃ) এর জামানায় খেলাফত প্রতিষ্ঠার কারণে বিশে^ মানবতার মুক্তি প্রতিষ্ঠিত হয়। এরপর রাজতন্ত্র, সমাজতন্ত্র আর গণতন্ত্রের নামে এক ধরণের স্বৈরাতন্ত্রের আবির্ভাব ঘটে। যার দরুন পৃথিবীতে শান্তি বিনষ্ট হয়েছে।’
গত সোমবার (২৮ ফেব্রæয়ারি) দিবাগত রাতে মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের ইন্ আমিয়া হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও নূরানী একাডেমীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও তাফসীরুল কোরআন মাহফিলে এসব কথা বলেন, বাংলাদেশ মুফাচ্ছির পরিষদের সভাপতি আল্লামা লুৎফর রহমান।
তিনি এসময় আরো বলেন, ‘আমাদের দেশেও দেখবেন গণতন্ত্রের দোহাই দিয়ে একদল ক্ষমতায় গেলে অন্য দল তাদের স্বৈরাচার স্বৈরাচার বলে স্লোগান দেয়। আবার ওই দল ক্ষমতায় গেলে অন্য দল তাদেরও স্বৈরাচার স্বৈরাচার বলে ক্ষমতা থেকে হটানো চেষ্টা করে। প্রকৃত অর্থে এসব দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না।’
মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল বাকী নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, বিশেষ ওয়ায়েজিন হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খোরশেদ আলম চৌধুরী, বর্তমান সভাপতি ফরিদ আহমেদ আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন মিঠু প্রমুখ।