ইতিহাস গড়া জয়ে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

top Banner

চলমান ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৩ রানে জয় তুলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক দল। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার দানুস্কা গুনাথিলাকা ছাড়া আর কোন ব্যাটসম্যানই ২০-এর কোটা পেরুতে পারেননি।

এদিকে বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও মিরাজ ৩টি করে উইকেট তুলে নেন। অলরাউন্ডার সাকিব আল হাসান ২টি ও অভিষিক্ত শরিফুল একটি উইকেট পান।

দিনের শুরুতে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানোডেতেও দুটি শূণ্য রানের ইনিংস দেখে বাংলাদেশ। লিটন দাস এবং মোহাম্মদ মিঠুনের বদলে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ শূণ্য রানে আউট হয়েছেন। তবে হতাশ করেছেন তামিম ইকবালও। 

সুযোগ পেয়েও দলকে আস্থা যোগাতে পারেননি মোসাদ্দেক হোসেন, মাত্র ১০ রানে ফিরেছেন তিনি। আরেক তরুণ আফিফ হোসেনও ফিরেছেন একই ব্যক্তিগত রানে। 

মাহমুদউল্লাহর সঙ্গে ৮৭ এবং অষ্টম উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে ৪৮ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরেন মুশফিক। ৪৮তম ওভারে দুশমন্থ চামিরার প্রথম বলে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত ১২৭ রানে ইনিংস শেষ করেন তিনি।

২৪৫ রানের লড়াকু সংগ্রহে সিরিজ নিশ্চিতের পাশাপাশি ওয়ানডে সুপার লিগের শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। সবশেষ ৮ ম্যাচের ৫টি-তে জিতে ৫০ পয়েন্ট অর্জন করেছে টাইগাররা।

অন্যদিকে ৪০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ও পাকিস্তান তৃতীয় অবস্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া পঞ্চম ও ৩০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে ষষ্ঠ অবস্থানে।

আরো খবর