ইছাখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ে দু’টি বসতঘর পুড়ে ছাই

top Banner

চলমান রিপোর্ট :
মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চাচাতো-জেঠাতো দুই পরিবার। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দেলু মেম্বার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আবু মূসা ও মোহাম্মদ হাসানের বসত ঘর আগুনে পুড়ে ছাই যায়। অগ্নিকান্ডে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আবু মূসা বলেন, বৃহস্পতিবার রাতে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছি। রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে আমার এবং আমার চাচতো ভাইয়ের দুটি বসতঘর মূহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এতে স্বর্নালংকার, আসবাবপত্র, জায়গা জমির দলিলসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ইছাখালী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে আমার ওয়ার্ডের দেলু মেম্বার বাড়িতে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে যাই। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। সময় মতো না গেলে পাশ্ববর্তী আরো ৪ থেকে ৫টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যেত। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমান তদন্তাধীন।

আরো খবর