ইউপি সদস্যের বিরুদ্ধে খালের মাটি বিক্রির অভিযোগ

top Banner

চলমান রিপোর্ট

মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিহরপুর এলাকায় সরকারি একটি খালের মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের বিরুদ্ধে। তিনি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও ৮নং দুর্গাপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দিনে রাতে স্কেবেটর দিয়ে সরকারি খালের মাটি কেটে তিনি বাণিজ্যিক ভাবে ব্রিক ফিল্ড সহ বিভিন্ন জায়গায় বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ভাঙ্গাদোকান খাল সম্পূর্ণ অবৈধ ভাবে কেটে গত ১৫-২০ দিন যাবৎ মাটি বিক্রি করে আসছেন স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন। তার নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ সক্রিয় ভাবে এই মাটি ব্যবসায় জড়িত রয়েছে। প্রতি পিকআপ মাটি ৮০০-৯০০টাকায় বিক্রি করা হয়। প্রায় ১০-১৫ ফুট গভীর করে খালের মাটি কেটে ব্রিক ফিল্ড সহ বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসী তাদের ভয়ে মুখ খোলার সাহস পায় না।

এদিকে মাটি কাটার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টায় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে মাটির কাটার কাজে ব্যবহৃত ১টি স্কেবেটর ও ৬টি ট্রাক ফেলে চলে যায় মাটি ব্যবসায়ীরা। মাটি কাটার সাথে জড়িত কাউকে না পেয়ে এসময় স্কেবেটর ও ট্রাকগুলোতে ব্যবহৃত ব্যাটারি খুলে জব্দ করে নিয়ে যান ইউএনও।

এসময় ঘটনাস্থল পরিদর্শনে আসেন সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় জোরারগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, গোপন সংবদাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড হরিহরপুর এলাকায় স্কেবেটর দিয়ে মাটি কাটার খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি স্কেবেটর ও ৬টি পিকআপের ব্যাটারি জব্দ করা হয়েছে। মাটি ব্যবসায়ীরা সম্পূর্ণ অবৈধভাবে খালের মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে তা দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছে।

তিনি আরো বলেন, মাটি বিক্রির বিষয়ে ওই ওয়ার্ডের স্থানীয় মেম্বার মো. আলাউদ্দিনকে নোটিশ করা হবে। মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরো খবর