মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন সপরিবারে নিউইয়র্ক সফর করেছেন। গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে আসার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলুমনাই অনুষ্ঠান, মিরসরাই সমিতি ইউএসএ এনএ ইনক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।
গিয়াস উদ্দিন নিউইয়র্ক সফর শেষে দুবাই সফর করবেন। এরপর দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আলহাজ্ব গিয়াস উদ্দিন ২০১৮ সালের অক্টোবরে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরসঙ্গী হিসেবে জাতসংঘ সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন। এছাড়াও তিনি ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে ওতপ্রতভাবে জড়িত ছিলেন। একসময় করেছেন বাকশালের রাজনীতিও। এরপর উত্তর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।