আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব ২৪ জুলাই রোববার লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে আয়োজন করেছিল বার্ষিক বনভোজন।
দিনভর হৈ-হুল্লোড়, খেলাধূলা, আড্ডা ও বিনোদনের মধ্য দিয়ে কেটেছে দিনটি। বনভোজন রূপ নেয় সাংবাদিক, পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায়।
কোভিড-১৯-এর তাণ্ডব কেটে যাওয়ায় ব্যস্ততম জীবনের ফাঁকে একটু আনন্দ-বিনোদনের জন্য ২০০৮ সালে প্রতিষ্ঠিত সংবাদকর্মীদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব নিয়েছিল বনভোজনের এই উদ্যোগ। আলো ঝলমলে দিনে প্রচণ্ড গরম থাকলেও পার্কের ছায়াঘেরা নির্মল পরিবেশ বনভোজনের আনন্দে তেমন বিরূপ প্রভাব ফেলতে পারেনি। বনভোজনে নিউইয়র্কে কর্মরত সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল। এখানে সমাজ সচেতনতার কথা বিশেষ করে করোনা ও মাঙ্কিপক্স থেকে নিরাপদ থাকার বিভিন্ন পরামর্শও উঠে আসে বিভিন্নজনের বক্তব্যে।
দুপুরে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, সাবেক সভাপতি দর্পন কবীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল হকসহ নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসান, সাবেক সভাপতি দর্পণ কবীর, প্রথম আলো নর্থ আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি ও সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, নিউইয়র্ক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাংবাদিক আমান উদ দৌলা, রহমান মাহবুব, শেলী জামান খান, রোকেয়া দীপা, রওশন হক, লেখক ভায়লা সেলিনা।
প্রেসক্লাবের বনভোজনে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, বিশিষ্ট রাজনীতিবিদ শামসুদ্দিন আজাদ, ইমিগ্র্যান্ট এলডার হোমকেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, চেয়ারম্যান নুসরাত আহমেদ, বারী হোমকেয়ারের সিইও আসেফ বারী টুটুল, চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী, টিডিএস ব্রোকারেজের কর্ণধার মামুনুর রশীদ, বিশিষ্ট সিপিএ মোহাম্মদ কে চিশতি, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও বিশিষ্ট প্রমোটর জামান মনির, স্টার ফার্নিচারের কর্ণধার লায়ন রকি আলিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন জেএফএম রাসেল, লায়ন সাইফুল ইসলাম, লায়ন রুহুল আমিন, লায়ন আসাদুল হক।
উপস্থিত হয়েছিলেন মার্কস হোম কেয়ার এবং কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ারের কর্মকর্তা জিয়াউল হায়দার ও এ কে এম মিরাজ। বনভোজন কমিটির আহ্বায়ক মশিউর রহমান মজুমদার ও সদস্যসচিব আবু বকর সিদ্দিক অনুষ্ঠানের সামগ্রিক তদারকি ও বিভিন্ন প্রকার খেলাধূলা পরিচালনা করেন। তাদের সহযোগিতা করেন আহ্বায়ক কমিটির সীমা সুস্মিতা, মল্লিকা খান মুনা, এসএম সরোয়ার হোসেন, পাপিয়া বেগম, তাপস সাহা, মো. হামিদ, এম এইচ পাহলভি, তোফাজ্জল লিটন, এবং কমিউনিটি অ্যাটিভিস্ট আবদুর রশিদ বাবু, সেলিম উল্লাহ।
দুই পর্বে খেলাধূলার উদ্বোধন করেন বারী হোমকেয়ারের সিইও আসেফ বারি টুটুল ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ। বিশেষ করে কুইজ প্রতিযোগিতা, বাচ্চাদের দৌড়, মেয়েদের পিলো পাসিং এবং ছেলেদের গোল প্রতিযোগিতা সবার নজর কাড়ে। খেলার ফাঁকে আমভর্তা, ঝালমুড়ি এবং চায়ের চুমুকে মাতোয়ারা ছিল সবাই। পড়ন্ত বিকেলে শুরু হয় নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি ও শাহ মাহবুবের একক ও যৌথ পরিবেশনা। দুই শিল্পীর অনুরোধে যুক্ত হন নন্দিত কণ্ঠশিল্পী ও প্রেসক্লাব সদস্য বেবী নাজনীন। শিল্পীদের সাথে সবাই নেচে গেয়ে এবং গানের কণ্ঠে গলা মিলিয়ে এক অনন্য উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সবশেষে অনুষ্ঠিত হয় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র। ক্লাব কর্মকর্তারা ও আগত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
আরো খবর