আমাদের সম্পর্কে

top Banner

সাদাকালো ছাপার অক্ষরে সতের বছর আগে প্রকাশিত হয়েছিল চলমান মিরসরাই। এবার ২০২১ সালে এসে পর্দাপণ করল সতের বছরে। নামী দামী লেখকের কলামে এবং সংবাদ কর্মীদের তথ্য ভিত্তিক সংবাদে একটি সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে চলমান। চলমান একটি নিয়মিত প্রকাশনা।  ধন্যবাদ সতের বছর ধরে কোন না কোন ভাবে অক্লান্ত পরিশ্রম করে পত্রিকাকে নিয়মিত ভাবে প্রকাশিত এবং সংরক্ষন করে আসছেন। নিজস্ব তাগিদে অনেকেই এ পত্রিকা ছেড়ে চলে গেছেন। তারা আজ নতুন ক্ষেত্র সৃষ্টি করে নিজেদের যোগ্যাতার স্বাক্ষর রাখছেন। চলমান প্রকাশনার এটি একটি সাফল্য নিঃসন্দেহে।


নতুন মুখরা এই পত্রিকার দায়িত্ব নিয়েছেন। অসাধারণ ভাবে তারা পত্রিকার প্রকাশনা অব্যাহত রেখেছেন। অবশ্য চলমান প্রকাশনার কারনে দায়িত্ব প্রাপ্তদের ভাবমূর্তি আরো একধাপ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। সব সময় ভালো কিছু করতে পারলে নিজের মধ্যে আত্মতৃপ্তি জেগে ওঠে এবং সমাজের সুশীল মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া যায়। আমার বিশ্বাস চলমান এর সাথে সংশিষ্ট সবাই আজ প্রসংসার দাবীদার। কারন তারা প্রতিনিয়ত মানুষের সমস্যা সম্ভাবনা কথা পত্রিকার পাতায় তুলে ধরছে।


চলমান প্রকাশনার দীর্ঘ এই পদযাত্রায় আমরা যেমন সমাজের সব শ্রেনীর মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছি তেমনি আমাদের এগিয়ে চলার পথ ও হয়েছে কন্টকাকীর্ন। আমাদের অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য ষড়যন্ত্র হয়েছে। কোন না কোন রাজনৈতিক দলের মুখপাত্র বলে অপপ্রচার করতে থাকেন কুচক্রী মহল। আমরা পাঠকের সামনে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। কোন ব্যক্তি বিশেষের লেজুড়বৃত্তি বা কোন রাজনৈতিক দলের মুখপাত্র হওয়ার জন্য চলমানের আত্মপ্রকাশ হয়নি। আমাদের পদযাত্রা অসহায় নির্যাতিত মানুষের পক্ষে। একটি আলোকিত জনপদ গড়ার প্রত্যয়ে নিয়ে আমরা পথ চলছি। এই পথ চলায় আমরা অনেকের নেতিবাচক খবর পরিবেশন করে বিরাগভাজন হই। চলমানের প্রকাশনা বাধাগ্রস্ত করার নানা কূটচাল শুরু হয়। আমরা বিশ্বাস করি জনপদের পাঠক আমাদের প্রেরণার উৎস। তাঁদের অকুষ্ঠ সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব দুরে বহুদুরে।দীর্ঘ সতের ধরে চলমানের সুখে দুঃখে পাঠক লেখক সাংবাদিক শুভানুধ্যায়ী বিজ্ঞাপন দাতারা অনেক সহযোগিতা করেছেন। এ জন্য পত্রিকার পক্ষ থেকে আপনাদের প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

মোহাম্মদ মনজুরুল হক – প্রধান সম্পাদক ও প্রকাশক।