আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়ের
৯২ ব্যাচের মিলন মেলা সম্পন্ন

top Banner

মোহাম্মদ ইউসুফ:

“এসো মিলি প্রাণের উৎসবে, হারিয়ে যাবো সোনালী দিনগুলোতে” এই শ্লোগানে মিরসরাইয়ের আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সিপি মোর এলাকায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় ৯২ ব্যাচের বন্ধুরা নানা রকম খুনসুটিতে ব্যস্ত ছিলেন। আড্ডা, গান, নৃত্য সেলফি তোলা আবার কেউবা স্কুল জীবনের স্মৃতি রোমন্থন নিয়ে ব্যস্ত ছিলেন। এই মিলন মেলায় ৯২ ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। সকাল ১০টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ৯২ ব্যাচ লোগো সংশ্লিষ্ট টি-শার্ট বিতরণ, লাকি কূপণ বিক্রি, ছোট বাচ্চাদের একক নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও বন্ধুদের পরিবারের সাথে বালিশ খেলা অনুুষ্ঠিত হয়।

এসময় স্মৃতিচারণ বক্তব্য রাখেন, ৯২ ব্যাচের শিক্ষার্থী ও মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার আইরিন সুলতানা, লন্ডন প্রবাসী শাহাদাত হোসেন, ব্যবসায়ী প্রবীর নাথ, নুর উদ্দিন, আশীষ বড়–য়া, দেবব্রত নাথ রানা, লিটন দাশ, বিকাশ রায়, মাহিন নেওয়াজ চৌধুরী, লিটন কান্তি দাশ, সোলায়মান, শহীদ চৌধুরী, আলমগীর হোসেন, নুর ছাপা, সনজিৎ কুমার দাশ,  প্রভাল বড়ুয়া, অরুণ কান্তি নাথ, প্রীতিশ চক্রবর্তী, প্রণব বড়ুয়া, নাছির উদ্দিন সহ ব্যাচের বিভিন্ন বন্ধুরা।

অনুষ্ঠানের শুরুতে অকালে হারিয়ে যাওয়া দুই বন্ধু দিদারুল আলম ও সমর কান্তি দাশের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন।

সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো খবর