আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

top Banner

নিজস্ব প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সঞ্জয় বড়–য়া।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, সহকারী প্রধান শিক্ষক বাবু রতন কুমার দাস সহ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও সদস্যা এবং ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর