আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের তিনদিন
ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

top Banner



উত্তর চট্টগ্রামের শতবর্ষী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩দিন ব্যাপি আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। অনুষ্ঠানের সমাপনী দিন বৃহস্পতিবার (২ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল।

বৃহস্পতিবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির খাঁন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, অত্র বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী, অবিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন বাবুল বলেন, সুন্দর ও সফল ভাবে বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় ছাত্র ছাত্রী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী,অবিভাবক মন্ডলী সহ এলাকাবাসির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরো খবর