আবুতোরাবে ‘ওডস এন্ড ইন্ডস কোচিং সেন্টার’র শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

top Banner

‘ওডস এন্ড ইন্ডস কোচিং সেন্টার’র শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭জুন) বেলা ১১টায় উপজেলার আবুতোরাব উত্তর বাজার মসজিদ সংলগ্ন ক্লাসরূমে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কোচিং সেন্টারের পরিচালক হৃদয় দেব নাথের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন, এসএস ক্রিকেট একাডেমির চিফ এক্সিকিউটিভ কাজল দেব নাথ, ব্যাংক কর্মকর্তা সাহাব উদ্দিন সাইফুল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, রাকিবুল ইসলাম, মোহাম্মদ শাকিব, রিপন দেব নাথ ও অলক রায়।

ওডস এন্ড ইন্ডস কোচিং সেন্টারের পরিচালক হৃদয় দেব নাথ জানান, ২০১৭ সালের আগস্ট মাসে এই কোচিং সেন্টারের যাত্রা শুরু হয়। শুরু থেকে সুনামের সাথে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ কাজ করছি। দুটি শাখায় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সাত জন শিক্ষকদ্বারা মোট ৮০জন শিক্ষার্থী ব্যাচ ভিত্তিক পড়াশোনা করছে। তিনি বলেন, এবারের ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলো ৩০জন।

আরো খবর