আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে
মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থা বিজয়ী

top Banner

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষ উপলক্ষে সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃ উপজেলা (অনুর্ধ্ব-১৬) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) মিরসরাই উপজেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করেন মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থা ও সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা। খেলায় ২-১ গোলের ব্যবধানে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা একাদশকে পরাজিত করে মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপক মিরাজুর রহমান, সিজেকেএসের সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল আহসান হাবিব, যুগ্ম সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টু, ক্রীড়া সংগঠক দিদারুল আলম, সোলেমান উদ্দিন বাদশা।

প্রসঙ্গতঃ মিরসরাই, রাউজান ও বোয়ালখালীর তিন ভেন্যুতে খেলার উদ্বোধন হয়। এই টুর্নামেন্ট থেকে ৩০ জন এবং মহানগর থেকে ২০ জন করে মোট ৫০ জন খেলোয়াডকে বাছাই করা হবে। এদেরকে তিন মাস আবাসিক ক্যাম্পে রেখে প্রশক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে এদের থেকে সিজেকেএস অনূর্ধ্ব-১৬ ফুটবল দল গঠন করা হবে। চূড়ান্ত বাছাইকৃত খেলোয়াডদের চট্টগ্রাম ফুটবল লীগে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে।

আরো খবর