আজিম হত্যা মামলার আরো এক আসামি গ্রেপ্তার

top Banner


নিজস্ব প্র্রতিনিধি
মিরসরাইয়ে আজিম হোসেন শাহাদাত হত্যা মামলায় জাহিদ হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ হোসেন আজিম হোসেন হত্যা মামলার দুই নন্বর আসামি। সোমবার তাকে আদালতে নেয়া হয়েছে। একই মামলায় এর আগে ১ নম্বর আসামী, মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র, ৪নন্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানা পরিদর্শক দীনেশ দাশগুপ্ত জানান, আজিম হত্যা মামলার চার আসামির মধ্যে জাহিদ হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুন রাতে মিরসরাই হোপ মা ও শিশু হাসপাতালে নিয়ে ফেনীর দাগনভূঞাঁ উপজেলার হাসান গনিপুর গ্রামের আজিম হোসেন শাহাদাতকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় ২৬ জুন নিহতের বাবা আবদুল বাতেন বাদি হয়ে মিরসরাই পৌরসভার কাউন্সিলর শাখের ইসলাম রাজু ও তার তিন সঙ্গীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আরো খবর