আজমপুর বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন সম্পন্ন

চলমান রিপোর্ট

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আজমপুর বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ওসমানপুর ইউনিয়নের আজমপুর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১০টা ভোট গ্রহণ শুরু হয়। এতে ছাতা প্রতীকে ৭৯ ভোট পেয়ে রাসেল হায়দার সভাপতি, ফুটবল প্রতীকে ৮০ ভোট পেয়ে মোশাররফ হোসেন দিদার সাধারণ সম্পাদক ও মোমবাতি প্রতীকে ৮৬ ভোট পেয়ে আলা উদ্দিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে।

এসময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর হক। নির্বাচনে ১৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করে।


এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান মফিজুর হক মাস্টার বলেন, সুষ্ঠুও সুন্দর ভাবে আজমপুর বাজার ব্যবসায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছ। নতুন কমিটি আগামী তিন বছর বাজার ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে।

আরো খবর