আওয়ামী মৎস্যজীবী লীগ মিরসরাই পৌরসভা কমিটি গঠন

নুরুল আমিন রায়হান

আওয়ামী মৎস্যজীবী লীগ মিরসরাই পৌরসভা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো মনোয়ার হোসেন মিলনকে আহবায়ক এবং সাদ্দাম হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন মিরসরাই উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোক্তার হোসেন সদস্য সচিব ক্ষুদিরাম দাশ।

আওয়ামী মৎসজীবী লীগের মিরসরাই পৌরসভা কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক পদে এমদাদ হোসেন, যুগ্ন আহবায়ক পদে শহীদুল ইসলাম খোকন, সম্মানিত সদস্য পদে এমদাদুল হক, নুর উদ্দীন এবং নুর আফসারকে মনোনীত করা হয়।

কমিটি গঠন কল্পে এক সভা শনিবার (১২ জুন) মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী মৎস্যজীবী লীগের মিরসরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী মৎসজীবী লীগ মিরসরাই পৌরসভা কমিটির নতুন আহবায়ক এবং সদস্য সচিবকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয় উপজেলা কমিটি।

আরো খবর