বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দলের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
রবিবার (১৯ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।
এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়ায় মিরসরাইয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার ছবি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বীর চট্টলার অভিভাবক, সাবেক সফল মন্ত্রী, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।