মিরসরাইয়ে অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অপরাধে একটি রেস্টুরেন্টকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মিরসরাই পৌর সদরের ৩ নং ওয়ার্ডে অবস্থিত ‘মিরসরাই ক্যাফে’কে লাইসেন্স এবং অনুমোদনহীন অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রি দায়ে মিরসরাই ক্যাফে রেস্টুরেন্টকে পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাকি দিয়ে মিরসরাই ক্যাফেতে বসে আড্ডা দেয়ার শিক্ষার্থীদের সর্তক এবং তাদের অভিভাকদের এই ব্যাপারে খেয়াল রাখার জন্য বলা হয়েছে।
এছাড়াও মিরসরাই উপজেলার সুফিয়া রোড় এলাকায় কৃষি জমির মাটি কাটার দায়ে একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, সোমবার দুপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ‘মিরসরাই ক্যাফে’কে ৫০ হাজার টাকা জরিমানা এবং কৃষি জমির মাটি কাটার দায়ে একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।