অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

top Banner

সাফায়েত মেহেদী
দূর্গাপুর ইউনিয়নের জনার্দনপুর এলাকার কাশেম মেম্বারের পুরাতন বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার (৩০ মার্চ) বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ১০ ভরি স্বর্ণ, নগদ ৫ লক্ষ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হলো ওই বাড়ির আবুল হোসেনের পুত্র নুর হোসেন বাবুল, আবুল কালামের স্ত্রী ফিরোজা বেগম ও দেলোয়ার হোসেনের পুত্র এনামুল হক।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মো. মোশাররফ হোসেন বলেন, আমার ছোট চাচার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। যখন আগুন লাগে তখন আমার চাচি ঘরে ছিলনা তখন তিনি পাশ্ববর্তী বাড়িতে ছিলেন। তবে কি কারণে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি। অগ্নিকান্ডে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লক্ষ টাকা, আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তধীন।

আরো খবর