বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনকে হত্যার উদ্দেশ্যে গুলী বর্ষণ ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল হোসেন সহ দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান মজিবুল রিপনের কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৫টায় করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে করেরহাট বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ শেষে ফেনীর ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক রিপনে কুশপুত্তলিকা দাহ বরা হয়। করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলাউদ্দিন আলোর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল মোনায়েম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি আশীষ কুমার দাস, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরিফুল হক। এইসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আজাদ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ডাক্তার মহিম উদ্দিন, অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, তাইফদ্দিন, বেলাল মেম্বার, জামাল মেম্বার, ফারুক মেম্বার, করেরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন কুমার দে, যুবলীগ নেতা হেদায়েত উল্লাহ, শ্রমিকলীগ নেতা আলাউদ্দিন ড্রাইভারসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৪ অক্টোবর ফেনী নদীর মিরসরাই অংশে সরকারিকাজে সরবরাহের জন্য বালু তোলার বিষয়ে পরিদর্শনে গেলে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন সহ ৪জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে মেয়র খোকন এখনো ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় ফেনীর ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন সহ ২২ জনের বিরুদ্ধে সোনাগাজি থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলা ৪জন আসামীর গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ১৭ অক্টোবর ফেনী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোনাগাজি আমলী আদালতে গুলিবিদ্ধ মেয়র খোকন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন সহ ৪২ জনের বিরুদ্ধে একটি পাল্টা মামলা দায়ের করেন।
সমাবেশে বক্তারা বলেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র খোকন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল হোসেন সহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।