কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে মোটাতাজা করা একটি গরুর নাম দেওয়া হয়েছে ‘বাহাদুর’। উপজেলার সাহেরখালী ইউনিয়নের উত্তর ডোমখালী গ্রামের আলী মিয়াজি বাড়ির ইমাম হোসেন জিলানীর গরুটি দেখতে আশপাশের লোকজন ভীড় জমাচ্ছেন। ৬শ ৫১ কেজি ওজনের গরুটির দাম হাঁকা হচ্ছে ৪ লাখ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, শাহীওয়াল জাতের বাহাদুরকে ২০২২ সালে সীতাকুন্ড উপজেলার পন্থিছিলা এলাকা থেকে ৬৫ হাজার টাকা দিয়ে কিনে দু’বছর সাত মাস লালন পালন করে এবারের কোরবানির জন্য প্রস্তুত করেছেন কৃষক ইমাম হোসেন জিলানি। দিনে দু বেলা নিয়ম মাফিক খাবার খাওয়ানো ও সকালে একবার গোসল কারানো লাগে এ সুখম দেহের গরুটিকে। দৈনিক গড়ে এর পিছনে পরিচর্য খাবার সহ ৫শ টাকা ব্যয় করতে হয় পশুটির মালিককে।
কৃষক ইমাম হোসেন জিলানি বলেন, ছোট বেলা থেকে পারিবারিক ভাবে গরু লালন পালন করে আসছি। সে ধারাবাহিকতায় এবারও কোরবানির জন্য দুটো গরু প্রস্তুত করেছি। একটি বাহাদুর আরেকটি ছোট। শখ করে লাল বাহাদুরকে লালন পালন করে করেছি। প্রত্যাশা অনুযায়ী বড় করতে পেরে আনন্দিত। লালা বাহাদুরের ওজন এখন ৬৫১ কেজি ছোট থেকে তাকে নিজের সস্তানের মত আদর যত্ন করেছি। প্রকৃতিক খাবার দিয়েছি সব সময়।
কৃষক ইমাম হোসেনের ছোট ভাই আকবর হোসেন বলেন, নিজের সন্তানের মত আদর যত্ন করে আমার বড় ভাই গরুটিকে লালন পালন করে বড় করে তুলেছেন। একদম প্রাকৃতিক কাঁচা খড় সুকনো খড় খাওয়ানো হয় পশুটিকে।