চট্টগ্রামের মিরসরাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে হাদিস বিতরণ করেছেন তরুণ উদ্যোক্তা ও ক্যাফের স্বত্বাধিকারী সাফাত ইশতিয়াক। সোমবার (২৯ এপ্রিল), দুপুরে উপজেলার মিরসরাই পৌর সদরের ফারুকীয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে হাদিয়া বিতরণ করেন তিনি।
মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদের হাদিয়াগুলো গ্রহণ করেন মাদ্রাসার অধ্যক্ষ সাফওয়ান বিন হারুন আল আজহারী।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুসলিম উদ্দিন, হিফজ বিভাগের প্রধান হাফেজ গিয়াস উদ্দিন, শিক্ষক হাফেজ আবুল কালাম আজাদ, হাফেজ শাহীন প্রমুখ।
মিরসরাই ক্যাফে স্বত্বাধিকারী সাফাত ইশতিয়াক বলেন, পবিত্র রমজান মাসে ফারুকীয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিত ক্যাফেতে তারাবির নামাজের আয়োজন করা হয়। এতে ফারুকীয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা একেক দিন একেক জন নামাজ পড়িয়েছেন। তাদের সম্মানে দ্বীনি শিক্ষা উপকরণ দিয়ে প্রতিষ্ঠানটির পাশে থাকতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।