আগামী ৮ মে ১ম ধাপে অনুষ্ঠিতব্য মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে শেখ মোহাম্মদ আতাউর রহমান, এনায়েত হোসেন নয়ন, সদস্য ফেরদৌস হোসেন আরিফ, উত্তম কুমার শর্মা, মো. জালাল উদ্দিন, মোহাম্মদ মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম, মোহাম্মদ সেলিম (শেখ সেলিম), সালাহ্ উদ্দিন আহম্মদ, মোহাম্মদ সাইফুল আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ইসমত আরা, বিবি কুলছুমা চম্পা, উম্মে কুলসুম কলি মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন বলেন, মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৭ এপ্রিল, মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল।