চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে অনুমোদনহীন দেশিয় পণ্য মেলা বন্ধ করে দিয়েছে ইউএনও। সোমবার সন্ধ্যায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন মেলাটি বন্ধ করে দেয়৷ জেলা প্রশাসক থেকে অনুমোদন না নেয়ায় মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গত কয়েক বছর যাবৎ বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে দেশিয় পণ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গত ৩ নভেম্বর শুক্রবার মাসব্যাপী মেলাটির উদ্বোধন করেন বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন। কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছ থেকে মেলা আয়োজনের অনুমোদন না নেয়ায় সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন মেলাটি বন্ধ করে দেয়। এসময় মেলা উপলক্ষে নির্মাণ করা গেইট ভেঙ্গে দেয়া হয়।
নিউ আরবি ফ্যাশনের বিক্রয়কর্মী
মাহিদুল ইসলাম জানান,আমরা মেলা কমিটিকে কোন টাকা দিয়ে মেলায় অংশ গ্রহন করিনা, নতুন যারা ব্যবসায়ি তারা হয়তো টাকা দিয়ে স্টল নিতে পারে। তারপরও গত ৩ দিনে স্টল সাজাতে আমাদের প্রায় ৫০ হাজার টাকার মত খরচ হয়েছে এটাই আমাদের লস । এখন আমরা কক্সবাজার চলে যাবো, সেখানে আমাদের স্টল নেয়া আছে।
ঢাকা চটপটি এন্ড দই ফুচকা হাউজের স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিনের সাথে কথা বলে জানা যায় তারা মেলা কমিটিকে দেড় লাখ টাকা অগ্রিম দিয়ে স্টল নিয়েছেন । আজকে প্রায় ৫০ হাজার টাকার বাজার করছি সেগুলোও নষ্ট এখানে এসে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে কিছু দিন পূর্বে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়। কিন্তু জেলা প্রশাসক থেকে মেলা আয়োজনের অনুমোদন না নেয়ায় সোমবার সন্ধ্যায় বন্ধ করে দেয়া হয়েছে।