ইউসাম এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরসরাই পৌরসভা ভবনের কনফারেন্স রুমে ২০২৩’ বিষয়ক বিশেষ সভায় বহুল আকাঙ্ক্ষিত ইউসামের নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়। এতে সভাপতি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেজবাহুস সালেহীন রায়হান ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল হাসান তুহিনকে মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় ও বিদায়ী সভাপতি জাছেম বিন মহিব এর সভাপতিত্বে ইউসাম কার্যকরী কমিটি ২০২০-২১ এর বার্ষিক প্রতিবেদন এবং বার্ষিক আর্থিক হিসাবের বিবরণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসামের উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মাহমুদ এন্ড সবুজ কোং এর পার্টনার কামরুল হাসান এফসিএ, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, শান্তিনীড় সভািপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল।
এছাড়া ইউসামের পূর্ববর্তী দায়িত্বশীলদের মধ্যে ছিলেন ডা. সাকির উল ইসলাম, আরিফুল ইসলাম রনি, কাউসার হামিদ, আলতাফ হোসেন রাজু, শেখ মুর্তাজা। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইউসাম সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পূর্ববর্তী কমিটিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে উপদেষ্টামন্ডলী ও পূর্ববর্তী দায়িত্বশীলরা নতুন নেতৃত্বকে দিকনির্দেশনা দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।