খাগড়াছড়ি রামগড়ে প্রান্তিক কৃষকদের বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

top Banner

২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির রামগড়ে শীতকালীন সবজি ও মাঠ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তর মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে উক্ত প্রনোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। এসময় উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমাজসেবা ও শহর সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরীসহ কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তাগন প্রমূখ। উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান এ প্রতিনিধিকে জানান, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ -২ মৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক উপজেলা ৫০০ জন কৃষকরা বিনামূল্যে শীতকালীন সবজি বীজ, সার ও বিকাশের মাধ্যমে নগদ অর্থ পাচ্ছেন। তার মধ্যে প্রতিজন কৃষক পাচ্ছেন- হাইব্রিড সবজি বীজ-১ পেকেট, ডিএপি- ১০কেজি, এমওপি- ১০কেজি, বিকাশ এর মাধ্যমে- ১০০০/- টাকা প্রদান করা হচ্ছে বলে জানান।

আরো খবর