মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যানদের বিদায়-বরণ সংবর্ধনা

top Banner

চট্টগ্রামে মিরসরাইয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন (চট্টগ্রাম -১) মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি কে  বিদায় জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, , শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠন

আরো খবর